আমুদরিয়া নিউজ : মালদহের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে যা ঘটছে তার প্রেক্ষাপটে আপাতত বাংলাদেশিদের ওই জেলায় হোটেলে বুকিং দেওয়া হবে না। শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে অস্থিরতা চলছে। সে দেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ উঠেই চলেছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছে। এ সব কথা মাথায় রেখেই সাময়িকবাবে বাংলাদেশিদের হোটেলে বুকিং না দেওয়ার কথা ভাবা হয়েছে।