আমুদরিয়া নিউজ : বাজির ফুলকি থেকে গোটা বাড়িতে আগুন লেগে ৩টি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধে ৭টা নাগাদ হাওয়াড়ার উলুবেড়িয়ার বাণীতলার ঘটনা। পুলিশ জানায়, বাড়ির ভেতরে বাজি পোড়াচ্ছিল শিশুরা। হঠাৎ আগুনের ফুলকি গিয়ে বাড়ির ভেতরে আগুন ধরে যায়। সেই আগুন ছডিয়ে পড়তে বাড়ির নিচে একটি দোকানে থাকা দাহ্য বস্তুতে পড়ে। মুহূর্তে আগুন গ্রাস করে গোটা বাড়িকে। তিনটি শিশুই আগুনে দগ্ধ হয়।