আমুদরিয়া নিউজ : ছাত্রদের পড়াতে পড়াতে প্রাইভেট মাস্টার বললেন, শান্ত বল তো দেখি সাত আর তিনে কত হয় ? ছাত্র বলে উঠল, এগারো। মাস্টার খুব রেগে গেলেন। বললেন, তোমাকে কী এসবই শেখাচ্ছি নাকি ? সাত আর তিনে হয় দশ। তবে যে তুমি এগারো বলছ ? ছাত্রের জবাব, স্যার তা হয় তো হয়। কিন্তু আপনার কথা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তো দূরের কথা আপনাকেই আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মাস্টার বললেন, সে আবার কী কথা?
এবার মুখস্থবিদ ছাত্র বলল, একদিন বললেন ছয় আর চারে দশ। আরেক দিন বললেন পাঁচ আর পাঁচে দশ। আবার আরেক দিন বললেন, আট আর দুইয়ে দশ। আজকে আবার বলছেন সাত আর তিনে দশ। এবার আমার দোষ কোথায় ?

এতভাবে দশ হয় কী করে
Leave a Comment