আমুদরিয়া নিউজ: একজন ছোটখাট কর্মী হয়ে থাকতে চাই। মন্ত্রী, সাংসদ, বিধায়ক হওয়ার বাসনা আমার নেই। সবাইকে নিয়ে চলতে চাই, শুক্রবার নলহাটির দু’টি ব্লকে পৃথক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই নির্লিপ্তির সুর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়। বিরোধীদের কোনও আক্রমণ নেই। অনেকে তাঁর মুখোমুখি হতে মঞ্চেও উঠে পড়ছেন। তিনি কেন এতটা নির্লিপ্ত সেটাই সকলে ভাবছেন।
