আমুদরিয়া নিউজ: আইপিএলের নিলামে কোন ৬ জন প্লেয়ারকে ধরে রাখা হবে সেটা বাছাটা বেশ কঠিন বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসে থাকা নিয়ে ঋষভ পন্থের একটি পোস্ট তা হল আমি যদি নিলামে উঠি তা হলে কি দর পাব! এটা জল্পনা তৈরি করল।
দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি থেকেই নিজের আইপিএল অভিযান শুরু করেন পন্থ। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল অতীতে ঘোষণা করেছিলেন, ফ্র্যাঞ্চাইজ়ি পন্থকে ধরে রাখবে।