আমুদরিয়া নিউজ : চিনের কাছে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ভাইরাসের সংক্রমণ, উৎস নিয়ে বিশদে তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লু এইচ ও)। সংবাদ সংস্থা জানিয়েছে, হু-এর পক্ষ থেকে চিনকে জানানো হয়েছে, করোনা ছড়ানোর সময়ে চিনের কাছে বিশদে অনেক তথ্য চাওয়া হলেও সব মেলেনি। তাই এবার পরিস্থিতি আয়ত্বে থাকতেই সব তথ্য জানাক চিন। যদিও চিনের পক্ষ থেকে হুকে জানানো হয়েছে, তারা অতীতে কোনও তথ্য গোপন করেনি। এবারও নতুন ভাইরাস সংক্রান্ত সব তথ্য পাঠাবে।
এই অবস্থায় ভারতের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর আধিকারিক ডক্টর অতুল গোয়েল জানিয়ে দিয়েছেন, এইচ এম পি ভি ভাইরাস নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই। তিনি জানান, শ্বাসনালী সংক্রান্ত সব সংক্রমণ থেকেই সতর্ক থাকতে হবে। এখন তার চেয়ে বেশি উদ্বেগের কারণ নেই।
তিনি এটাও দাবি করেছেন, এমনিতে সাধারণ সর্দিকাশির জন্য সাধারণত যে সমস্ত ভাইরাস দায়ী থাকে মেটা নিউমো ভাইরাস তেমনই। তবে অনেক বেশি বয়স্ক অথবা শিশুদের মধ্যে সংক্রমণ মারাত্মক হতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা কয়েকজন জানান, সর্দি-কাশি, জ্বর হলে ভিড়ের মধ্যে না যাওয়াই ভাল। মাস্ক, রুমাল ব্যবহার করা উচিত। ডাক্তারের পরামর্শ নিয়ে সাধারণ ওষুধ খেলেই এটা কমে যেতে পারে।