বিশাল অজগর উদ্ধার নকশালবাড়িতে
আমুদরিয়া নিউজ : বিশাল এক অজগর উদ্ধার হল নকশালবাড়ির ঢাকনাজোত এলাকায়। একটি গাছে জড়িয়ে ছিল। প্রায় ১২ ফুট লম্বা।
সম্ভবত, বৃহস্পতিবার রাতে খাবারের খোঁজে বসতি এলাকায় ঢুকে পড়ে অজগরটি। সকালে সাপটিকে দেখে স্থানীয়রা ভিড় করতেই গাছের উপর উঠে পড়ে।
পরে বন বিভাগের কর্মীরা গিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।