আমুদরিয়া নিউজ : অতিবৃষ্টির জেরে স্পেনে ভ্যালেন্সিয়া প্রদেশ ও লাগোয়া এলাকায় প্রবল বন্যা হয়েছে। তাতে মৃত অন্তত ১০০ জন। নিখোঁজ হয়েছেন অনেকে। মঙ্গলবার লাগাতার বৃষ্টির জেরে বহু এলাকা বন্যা হয়। ভেসে যায় বিভিন্ন সেতু, সড়ক, ভবন। জলের ধাক্কা থেকে প্রাণ বাঁচাতে বহুজন বাড়ির ছাদে উঠে পড়েন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ সে দেশে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে দিয়েছেন। ১৯৭৩ সালে ভয়বাহ বন্যা হয়েছিল স্পেনে। সে বার ১৫০ জনের মৃত্যু হয়।