আমুদরিয়া নিউজ : এক দেশ থেকে চোরাপথে আরেক দেশে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু, চোরাপথে যাতায়াত করাটা ভীষণ বিপদসঙ্কুল। সেটাই ফের প্রমাণ হল। শনিবার গ্রিসের দক্ষিণ দিকের দ্বীপ গাভদোস এলাকায় দুটি নৌকা ডুবে শতাধিক যাত্রী নিখোঁজ হয়েছেন। লিবিয়া থেকে নৌকা দুটি ইউরোপের দিকে যাচ্ছিল। একজনের দেহ মিলেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
