আমুদরিয়া নিউজ : মণিপুর সেনা বাহিনীর কাছে প্রায় ৩০০ টি অস্ত্র সমর্পণ করেছে সেখানের গোষ্ঠী গুলি। ২০ ফেব্রুয়ারি, রাজ্যপাল অজয় ভাল্লা সকল সম্প্রদায়কে অস্ত্র সমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন। ২৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রায় সকল সম্প্রদায় তাদের অস্ত্র সমর্পণ করে। মণিপুর পুলিশ তরফে জানানো হয়, এই ধরনের আত্মসমর্পণে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আরও সুবিধা হবে।
