আমুদরিয়া নিউজ : ট্রেনে করে ঘুরতে বেরিয়ে বাইরের দৃশ্য উপভোগ করার একটি রিল বানাচ্ছিলেন এক মহিলা। তবে তার অন্তরায় হয়ে দাঁড়াল একটি টিভির রিমোট। চ্যানেল চেঞ্জ করতেই দেখা গেল অন্য ছবি। হ্যাঁ। ওই মহিলা রিল বানানোর জন্য তার ঘরের টিভিতে কাপড় লাগিয়ে এমনভাবে ক্যামেরার ফ্রেম সেট করেছিলেন যে দেখে মনে হবে তিনি যেন পর্দা সরিয়ে বাইরের দৃশ্য দেখছেন ট্রেন থেকে। তবে পাশে গিয়ে দাঁড়ান তার স্বামী। রিমোট দিয়ে চ্যানেল ঘুরিয়ে ভেস্তে দেন স্ত্রীর ছলনা।
