আমুদরিয়া নিউজ ডেস্ক: ফ্রান্সের এক ছোট্ট শহরের এক বধূকে ১০বছর ধরে গণধর্ষণের মামলার দিকে নজর এখন গোটা বিশ্বের। ওই মামলার অভিযোগকারিণী তাঁর স্বামী ডমিনিক পেলিকটের বিরুদ্ধে
অভিযোগস করে বলেছেন, তাঁর স্বামী তাঁকে খাবারে মাদক মিশিয়ে ঘুমন্ত অবস্থায় রেখে রোজই কাউকে না কাউকে দিয়ে ধর্ষণ করিয়েছেন। সেই ছবিও তুলে রেখেছেন। তিনি টের পাওয়ার পরে স্বামীর থেকে সেপারেশন নেন। তার পরে মামলা রুজু করেন।
ওই মামলায় তাঁর স্বামী সহ ১৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ফ্রান্সের আদালতে তাঁর স্বামী নিজের দোষ স্বীকার করেছেন। তাঁর স্বামী জানান, তিনি একজন ধর্ষক এবং যা করেছেন তা ক্ষমার অযোগ্য। এই ঘটনায় অভিযোগকারিণীরপ্রতিক্রিয়া, আমি যাঁকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, সে যে দিনের পর দিন এমন কুকাজ করবে তা ভাবাটাই আমার কাছে কী যে বেদনার সেটা বলে বোঝাতে পারব না।
অভিযোগকারিণীর বয়স এখন প্রায় ৭০ বছর। তিনি এত দৃঢ়ভাবে অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন, তাতে বিশ্বের অনেক মহিলাই তাঁর পাশে দাঁড়িয়েছেন। ফ্রান্সে তাঁকে সমর্থন করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে রোজই মিছিল করছেন মহিলারা। গত ২ সেপ্টেম্বর ওই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।