আমুদরিয়া নিউজ : ইন্ডিয়ার বিরোধী হিসেবে প্রচারকে সামনে রেখে ২০২৩-এর নভেম্বরে মলদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মহম্মদ মুইজ্জু। সে দেশ থেকে ৯-০ জন ভারতীয় সেনাকে ফেরত নিতে বাধ্য করেছিলেন। প্রায় চিনের কাছাকাছি হয়ে গিয়েোছিলেন তিনি। এবার তিনি বললেন, ভারতের সঙ্গে বিরোধ নেই।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা কখনও কোনও একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নই। আমাদের ইন্ডিয়া থেকে দূরে থাকার কোনও পরিকল্পনা ছিল না। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করার জন্য তিনি তাঁর উপমন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন।