আমুদরিয়া নিউজ : সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ২ টি সিংহী লোকালয়ের রাস্তায় ঘোরাফেরা করছে। তাঁদের মধ্যে রানির মতো একটা ভাব। কিছুক্ষণ পড়েই দেখা যায় একটি ষাঁড় তাঁদের পেছনে ছুটছে। যার জেরে প্রাণপণে ছুটে পালায় সিংহী দুটি। ষাঁড়টির ছুট দেখে অনেকে কমেন্ট করেন জঙ্গলে তোদের রাজ চলতেই পারে, কিন্তু এখানে আমার রাজ চলে। আরও একজন বলেন, ক্যামেরাম্যান বিশাল এক যুদ্ধের সাক্ষী হয়ে গেল।
