আমুদরিয়া নিউজ : লিফটে চড়েছিলেন দম্পতি। দরজা বন্ধ হওয়ার আগেই লিফটে ঢুকে পড়েন এক লাস্যময়ী তরুণী। মেয়েটি দম্পতির দিকে একবার চেয়ে দেখলো। তারপর তাঁদের থেকে মুখ ফিরিয়ে দাঁড়াল। স্ত্রী মেয়েটির দিকে চেয়ে দেখে তার স্বামীর দিকে একবার নজর ঘোরালেন। স্বামীকে দেখা গেল আকাশের দিকে চেয়ে থাকতে। ভীত স্বামী একবার জলের বোতল থেকে জল খাওয়ারও চেষ্টা করলেন। পারলেন না। বোতল থেকে জল গড়িয়ে তাঁর দাড়ি ভিজিয়ে দিল। ট্রোল ভিডিওটি দেখে নেটিজেনদের কমেন্ট, সঙ্গিনী সঙ্গে থাকলে সবাই কেঁচো।
