আমুদরিয়া নিউজ : ছেলে এসে মাকে বলল, মা আজকে থেকে তোমার আর বাড়ির কোনও কাজ করতে লাগবে না। মা জিজ্ঞাসা করলেন, কেন তুই কী কোনও কাজের লোক নিয়ে এসছিস নাকি ? ছেলে বলল, কাজের লোক কী গো তোমার জন্য বউমা নিয়ে এসেছি। মা খুশি মনে কাজ ফেলে উঠে গেলেন। একটু পরে বাড়ির আত্মীয়রা এসে দেখে ছেলে নিজেই বাড়ির কাজে ব্যস্ত। বউ তার পাশে ফাঁকা বসে রয়েছে। ভিডিও বের হতেই তুমুল ভাইরাল।
