আমুদরিয়া নিউজ : এ কেমন কুকুর ? জলাশয়ের ধারে বাধানো সিঁড়ির মধ্যে শুয়ে একটি কুকুর। তবে তার রকম সকম মোটেই স্থলচর প্রাণীদের মতো না। তার দেহ অর্ধেক জলে। অর্ধেক বাইরে। জলের মধ্যেই নাক ডুবিয়ে বেশ খোশ মেজাজে শুয়ে রয়েছে প্রাণীটি। নিঃশ্বাস ফেলছে আর বুদবুদ উঠছে জলে। দীর্ঘদিন থেকেই হয়তো তার জলে থাকবার ইচ্ছে। তাই জল ছেড়ে বের হতে পারছে না আর। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ক্যাপশন, আসলে কুমির হতে চেয়েছিলাম, ফ্যামিলির চাপে কুকুর হয়েছি।
