আমুদরিয়া নিউজ : একটি ভিডিওতে দেখা যায় এক ব্যাক্তি তাঁর পোষ্য কুকুরকে প্রথমে জিজ্ঞাসা করলেন, তুমি কি খেলতে চাও? সে কোনও প্রতিক্রিয়া দিল না। তারপর তিনি বললেন, তুমি কি ব্যাংকে ডাকাতি করতে চাও? সে তাতেও কিছু করল না। এর পর তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি লড়াই করতে চাও, সে তখনও চুপ। কিন্তু, যেই মুহুর্তে ওই ব্যক্তি বললেন তুমি কি খেতে চাও? সে লাফিয়ে উঠে তাঁর খাবারের পাত্রের সামনে নিয়ে একেবারে ছটফট করতে লাগল।
