আমুদরিয়া নিউজ : মাঝে মধ্যে অল্প টাকার লটারি টিকিট কাটেন। কোটি টাকা প্রাইজ উঠবে সে কথা স্বপ্নেও ভাবেননি কখনও। তবে কার ভাগ্যে কি থাকে কেউ জানে না। শনিবার ৬০ টাকার লটারি টিকিট কিনেছিলেন। সন্ধ্যা ছয়টার খেলাতেই বাজিমাৎ হল। এক কোটি টাকার প্রাইজ উঠল ওই নম্বরে। আর তাতেই কৃষক দিনমজুর একরামুল মিঞা কোটি পতি হলেন। তার বাড়ি কোচবিহার জেলার শীতলকুচির ধরলার পাড় অঞ্চলে। এদিন এই খবর চাউর হতেই তার বাড়ির সামনে উৎসাহী গ্রামবাসীরা ভিড় জমান। এদিন একরামুল মিঞা জানান, তিনি ভীষণ খুশি। তিনি এটা ভাবতে পারেননি । খুব ভালো লাগছে। এই টাকা দিয়ে তিনি এমন কিছু করবে যাতে ভালো ভাবে সারা জীবন কেটে যায়।