আমুদরিয়া নিউজ : স্বামী বেশ একটু উত্তেজিতভাবেই কথা বলছেন ফোনে। তিনি তাঁর বউকে শুনিয়ে বলছেন, আমার বউয়ের নাম কিন্তু প্রপার্টিতে চাই। ওপাশ থেকে শোনা যাচ্ছে, সে তো এখন তোমার বউ। স্বামী বলছেন, ওসব কিছু জানি না। প্রপার্টিতে আমার বউয়ের নাম চাইই চাই। বউ পাশ থেকে খুশি হয়েই শুনছিলেন কথোপকথন। স্বামী একবার বউয়ের দিকে তাকিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম প্রপার্টিতে চাই তো ? বউ মাথা নেড়ে সম্মতি জানালেন। এর মাঝেই বউ এসে একবার খালি জিজ্ঞাসা করলেন, কার সাথে কথা বলছ ? স্বামী বললেন, তোমার বাবার সঙ্গে। সম্প্রতি এইরকম ভিডিওটি বেশ ভাইরাল।
