আমুদরিয়া নিউজ : তিনি যে ছবির নায়ক, সেই সিনেমা পুষ্পা টু, দ্য রুল সুপার ডুপার হিট। কয়েকশো কোটি টাকা আয় করে ফেলেছে। সেই নায়ককে কি না একটা রাত কাটাতে হল জেলে। কারণ, তাঁর ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে তাঁরই এক ভক্তের মৃত্যু হয়। তা নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল। তার জেরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। তিনি কে তা আপনারা জেনে গিয়েছেন। তিনি হলেন দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুন। শুক্রবার তেলেঙ্গনা পুলিশ গ্রেফতার করে আল্লু অর্জুনকে। প্রথমে তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছিল। সন্ধের দিকে জামিন হয় তাঁর। কিন্তু, সন্ধের পরে জেল থেকে মুক্তি দেওয়ার নিয়ম নেই। রাতটা সেখানে কাটান তিনি। এদিন সকালে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে কি বলেছেন নায়ক আল্লু!
তিনি যা বলেছেন তা মর্মার্থ হল, তিনি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেন। তিনি এই মামলায় সব রকমের সহযোগিতা করবেন। এবং মৃতার পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়েছেন। গত বৃহস্পতিবার পুষ্পা টু-এর প্রিমিয়ারের সময় হলে হাজির অভিনেতাকে দেখতে হুড়োহুড়ি হয়। তখন পদপিষ্ট হন রেবতী নামের এক বধূ। পরে মৃত্যু হয় তাঁর। তাঁর শিশু চিকিৎসাধীন। মৃতার স্বামী মামলা করেছেন আল্লুর নামে। পরে অবশ্য তিনি মামলা তুলে নেওয়ার কথাও সংবাদ মাধ্যমে বলেছেন।