আমুদরিয়া নিউজ : বাংলায় বিজেপি দলকে শক্তিশালী করার জন্য বিজেপি নেতা দিলীপ ঘোষ মেজাজ হারিয়ে এক মহিলা বিক্ষোভকারীকে শ্বাসরোধ করার হুমকি দিয়ে বিতর্কের মুখে পড়েন। যার সমালোচনা করেছে তৃণমূলের সদস্যরা। শুক্রবার খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে নবনির্মিত রাস্তার উদ্বোধন করতে গেলে দিলীপ ঘোষকে ঘিরে ধরেন স্থানীয় মহিলারা। মহিলারা সাংসদ থাকাকালীন তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন, যা শুনে ক্ষুব্ধ হয়ে তিনি সেই মন্তব্য করে বসেন।
