সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: সরকারি প্রকল্পের সুবিধা দিতে কেউ যদি টাকা চায় এবং তা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা দিতে হয় না। সরকারি প্রকল্পে কাজের জন্য কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শাসনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, শ্রমমন্ত্রী মলয় ঘটক, , উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, বিধায়ক সুমন কাঞ্জিলাল, জয়প্রকাশ টপ্পো, সহ জেলার পুর চেয়ারম্যানগণ, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সহ জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিগণ, জেলা ও ব্লক প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকবর্গ।
সভায় মুখ্যমন্ত্রী সকলকে বলেন, সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। প্রতিটি দফতরের আধিকারিককে নির্দেশ দেন ফিল্ড ভিজিট বৃদ্ধি করতে। জেলাশাসক থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য পর্যন্ত সকলকে ফিল্ড ভিজিট করতে হবে এবং সাধারণ মানুষের সাথে সংযোগ বাড়াতে বলেন তিনি। সরকারি কাজে অযথা বিলম্ব মেনে নেওয়া হবে না।
সেই সঙ্গে জয়ন্তীতে প্রবেশ করতে গেলে পর্যটকদের এন্ট্রি ফি দিতে হয় শুনে মুখ্যমন্ত্রী বলে দেন, বন দফতরের জমিদারি নয় এটা, এন্ট্রি ফি আদায় বন্ধ করতে হবে। পর্যটকদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না। ক্যাবিনেট মিটিং করে কয়েকদিনের মধ্যেই এটা বন্ধ করা হবে।
পাশাপাশি, জল প্রকল্পের কাজ সহ সমস্ত কিছুতেই গতি আনার জন্য তিনি নির্দেশ দেন। চা বাগান সহ জেলার অন্যত্র জমির পাট্টা প্রদানের কাজ দ্রুত শেষ করতে বলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককদের। হাতি সহ বন্য প্রাণী ও মানুষের সংঘাত বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বনকর্তাদের নির্দেশ দেন। আলিপুরদুয়ার জেলায় পর্যটন ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিয়েছে সেগুলি দ্রুত মিটিয়ে ফেলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।