আমুদরিয়া নিউজ : ভারতীয় রেলের ম্যানুয়াল অনুসারে, যার যে ক্লাসের টিকিট রয়েছে তাকে সেখানেই যেতে হবে। কিন্তু, অন্য ক্লাসের টিকিট থাকলেও ১২ বছরের কম বয়স অবধি ছেলে বা মেয়ে মায়ের সঙ্গে ফার্স্ট ক্লাসে রাতে থাকতে পারবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত।
নতুন নিয়ম অনুসারে, ১২ বছরের কম বয়সী একটি শিশু ফার্স্ট ক্লাস কুপে মায়ের সঙ্গে ভ্রমণ করতে পারে। লেডিস কোচেও তাই। ১২ বছরের কমবয়সী ছেলে হলে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত মায়ের সঙ্গেই মহিলা কোচে ভ্রমণ করতে পারবে।