আমুদরিয়া নিউজ : উত্তর প্রদেশের আমরোহা জেলার এক মহিলা, তার পোষা বিড়ালের মৃত্যুতে এতটাই শোকাহত হন যে, তার পুনরায় বেঁচে ওঠার আশায় দুই দিন ধরে তার দেহটি আগলে রেখেছিলেন। ২ দিন পড়ে বিড়ালটি আর বেঁচে উঠবে না বুঝতে পেরে তৃতীয় দিন তিনি নিজে আত্মহত্যা করেন। ঘটনাটি সোশাল মিডিয়ায় জানাজানি হতেই সকলে দুঃখ প্রকাশ করে জানায়, ভালবাসাটা এমনই হয়, কাছের পোষ্যটি বেঁচে না থাকলে সত্যিই মরে যেতে ইচ্ছা করে।
