আমুদরিয়া নিউজ : একটা সময় অন্ধ্রপ্রদেশে নিয়ম চালু হয়, দুইয়ের বেশি সন্তান থাকলে পুরসভা, পঞ্চায়েতে প্রার্থী হওয়া যাবে না। তাতে ওই রাজ্যে জন্মহার কমে যায়। সেটাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। সম্প্রতি চন্দ্রবাবু নাইডু এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে বলেছেন, এখন যা পরিস্থিতি তাতে জন্মহার না বাড়লে একটা সময় প্রবীণ তেলুগু মানুষের সংখ্যা বেশি হবে। নবীনদের সংখ্যা হবে সামান্য। এতে তেলুগু সমাজের বয়সজনিত ভারসাম্য নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দেন চন্দ্রবাবু। তাই তিনি জানান, রাজ্যে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিধি সংশোধন করে নতুন ধারা যুক্ত হবে।
