আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার দেওগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার ইফতার মহফিল। চলছে ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস বা মাহে রমজান। রমজান মাসে ইসলাম ধর্মের প্রতিটি মানুষ প্রতিদিন সূর্য ওঠার আগে সেহরি খান, তারপর দিনভর চলে উপোস। সন্ধ্যার নামাজ আদায় করে তারা সারাদিনের উপোস ভঙ্গ করেন ইফতারি করে। রবিবার আলিপুরদুয়ার জেলার দেওগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইফতারের আয়োজন করে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেল। এদিনের ইফতার মহফিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা মাইনোরিটি সেলের নেতৃত্ব সহ এলাকার রোজাদার গন।