আমুদরিয়া নিউজ : প্রায় দেড় কোটিরও বেশি মানুষ যোগ দিয়েছেন মহাকুম্ভে। মেলার ভিড়ে রয়েছেন এমন সব মানুষ যাদের জীবন কাহিনী শুনলে অবাক হতে হয়। এরকমই একজন হলেন, ‘আইআইটি বাবা’। বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছাড়াও অ্যানিমেশন ও ফোটোগ্রাফিতে কোর্স করেছেন তিনি । কোচিং সেন্টারে ফিজিক্স পড়িয়েছেন এক বছর। তার পর সবকিছু ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছেন জীবনের অর্থ খোঁজার দৌড়ে। কুম্ভমেলায় তাঁকে খুঁজে বের করেছে সংবাদ মাধ্যম।তিনি বলেছেন, গোটা বিশ্বের জ্ঞান অর্জন করেও জীবনে এক বিশাল শূন্যতা থেকেই যায়। তাই সন্ন্যাসই হল আসল সত্য।
