আমুদরিয়া নিউজ : স্ট্রোকের কারণে প্যারালসিস কিংবা দুর্ঘটনার ফলে হাত অচল হয়ে গেছে? আর কোনো দিনও সেই হাতে কাজ করতে পারবেন না বলে কষ্ট? এই ভাবনাকে এবার বিদায় জানানোর দিন আপনার সামনে এনে দিতে পারে কানপুর আইআইটির একদল গবেষক।, কারণ তাঁরা এমন একটি রোবটিক যন্ত্র তৈরি করেছেন যা অচল হাতে বসালে মস্তিষ্কের সঙ্গে সংয়োগ স্থাপন হবে। মস্তিষ্কের বার্তা অনুয়ায়ী যন্ত্রটি হাতকে নড়াচড়া করানোর ব্যবস্থা করতে পারবে।পরীক্ষামূলকভাবে এই সরঞ্জাম কাজ করেছে। এটি পুরোপুরি সফল হলে এক যুগান্তকারী সরঞ্জাম তৈরি হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন।
আসলে ব্রেন স্ট্রোক বা দুর্ঘটনার কারণে অনেক সময় মস্তিষ্কের সাথে শরীরের বিভিন্ন অঙ্গের স্নায়ু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কারও হাত কাজ করে না। কারও একটা পা অচল হয়ে যায়। তাতে তিনি কিছুটা অকেজো হন। সবচেয়ে বেশি প্রভাব পড়ে তাঁর মনে। তিনি নিজেকে অসহায় মনে করেন। ফলে হাত ও পায়ের স্বাভাবিক শক্তি নষ্ট হয়ে যায়। বর্তমানে কৃত্রিম হাত লাগালেও তার সাথে মস্তিষ্কের সংযোগ ঠিকভাবে গড়ে ওঠে না।
এর সুরাহা পেতেই আইআইটি কানপুরের গবেষকরা এই কৃত্রিম রোবোটিক যন্ত্র তৈরি করেছেন, যা মস্তিকের স্নায়ু তরঙ্গ অনুযায়ী কাজ করবে। এই যন্ত্রটি হাতে বসাতে হবে। তার পরে যন্ত্রটি মস্তিষ্কের বার্তা গ্রহণ করতে পারবে। মস্তিষ্কের নির্দেশ মতো হাতকে নড়াচড়া করাতে পারবে। যন্ত্রটি ঠঠিকঠাক কাজ করলে নিজের হাতে গ্লাসে জল খাওয়া করা, স্ক্রিনে কিছু টাইপ করার মতো কাজও হবে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির মাধ্যমেই হাত ও ব্রেনের সংযোগের এই প্রক্রিয়াটি চলবে। যা ভবিষ্যতে আশনুরূপ ফল দেখাবে বলেই আশাবাদী ইনস্টিটিউটের গবেষকরা।