আমুদরিয়া নিউজ : দেশি গরু রক্ষার প্রয়োজনীয়তা ও গোমূত্রের ঔষধি গুণ নিয়ে আলোচনায় বিতর্কের মুখে পড়লেন আই আই টি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি। তিনি গোমূত্রের ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য এবং হজমকারী গুণের কথা তুলে ধরতেই এই নিয়ে রাজনৈতিক চাপান্তর শুরু হয়।
কংগ্রেস ও ডি এম কে এর প্রবল নিন্দা করেছেন, তাদের মত এভাবে কেন্দ্র সরকার দেশের শিক্ষাকে নষ্ট করছে।
অপর দিকে বিজেপির এক নেতা এই বক্তব্যকে তার ব্যক্তিগত মত বলেই মন্তব্য করেছেন।