আমুদরিয়া নিউজ : বহুদিন ধরেই শিলিগুড়িতে ভুয়ো ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির নাম করে অবৈধ কল সেন্টার চালাচ্ছিল তিনজন ব্যক্তি। তারা সেখানে স্বাস্থ্য বিমা, লোন স্কিম সহ বিভিন্ন অফারের প্রতারণায় যুক্ত ছিল। গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ তাদের ধরে ফেলে। উদ্ধার হয় একাধিক কম্পিউটার ও টেলিফোন। এর মূল মাথা কে তার তদন্ত করছে পুলিশ ও সাইবার দল।