আমুদরিয়া নিউজঃ সামনেই রাস পূর্ণিমা। এই পূর্ণিমা রাতে চাঁদের মায়াবী আলো মাখা পাহাড় – নদী- জঙ্গলের অনন্য শোভা উপভোগ করতে হলে আসতে হবে ডুয়ার্সের জয়ন্তীতে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা বাঘ বনের ভিতরে অবস্থিত একটি ছোট গ্রাম। সেখানে অল্প কিছু পরিবার আছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে। বর্ষাকাল বাদে সারা বছরই ভ্রমন পিপাসু মানুষ ও পর্যটকদের ভিড় দেখা যায় এখানে।
এখানে অনেক লজ, হোটেল, গেসট হাউজ রয়েছে। পাশ দিয়ে বয়ে গেছে পাহাড় থেকে নেমে আসা জয়ন্তী নদী। চারিদিকে জঙ্গল। নদীর এক পাশে বহু দূর বিস্তৃত জঙ্গল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে জয়ন্তী পাহাড়। পূর্ণিমা রাতে লজের বেলকনিতে বসে মায়াবী চাঁদের আলোয় এইসবের সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটাই আলাদা। ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে হাতি, বাইসন, হরিণের। সকাল বেলা চায়ের পেয়ালা হাতে শান্ত পাহাড়ের গা বেয়ে সূর্য ওঠার সৌন্দর্য উপভোগ করতে পাবেন।
এরই সাথে বিভিন্ন পাখির ডাক শুনে আনন্দে ভরে উঠবে মন। দেখা মিলতে পারে ময়ূর, টিয়া, এমনকি ধনেশ পাখির। আলিপুরদুয়ার শহর থেকে এখানে আসতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টার মতো। দিনে দুই বার এই পথে সরকারি বাস চলে। আর প্রাইভেট গাড়ি নিয়ে আসার জন্য রাজাভাতখাওয়া থেকে বন বিভাগের পারমিট কেটে আসতে হয়। তাহলে কোন পূর্ণিমা রাতে কিংবা ছুটির দিনে জয়ন্তীতে গিয়ে ঘুরে আসতে পারেন।
I,ve noticed that Amudariya news is different from other portals. Variety of contents of this portal is attractive. Anchors are new but sincere and dedicated. Only one thing to say about them is to take strong preparation on the concerned topic. I know that time will teach them good lesson. Lastly one thing to suggest ” Always take time for research to choose right person for right topic. Wishing all the best…🌹🌿