আমুদরিয়া নিউজ : শিকার ধরতে গিয়ে একটি অজগরের ক্ষতবিক্ষত হওয়ার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বিশাল শিংধারী একটি হরিণজাতীয় প্রাণী শিকার করতে গিয়েই অজগরটির এই বিপত্তি। ভিডিওয় দেখা গিয়েছে, বিশাল শিংধারী ইম্পালা নামক একটি হরিণজাতীয় প্রাণী শিকার করতে গিয়েছিল অজগরটি। শরীর দিয়ে পেঁচিয়ে ইম্পালাকে মারতে গিয়ে কোনও অসুবিধা হয়নি। সাপটির। তবে প্রাণীটিকে খেতে গিয়ে শিং দিয়ে পেট চিরে যায় অজগরটির।
