আমুদরিয়া নিউজ : আর্থিক দুর্নীতির দায়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে কারাদণ্ড দিল সে দেশের আদালত। শুক্রবার পাক আদালত ওই রায দেয়। তাতে ইমরান খানকে ১৪ বছরের জেল দেওযা হযেছে। তাঁর স্ত্রীকে ৭ বছরের জেল দিয়েছে আদালত। পাকিস্তানের আল কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্টের টাকা তছরুপের দায়ে ওই সাজা হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। ইমরান খান ২০২৩ সাল থেকে জেলবন্দি।
তাঁর স্ত্রী বুশরা বিবিকে আদালত থেকেই পুলিশ জেলে নিয়ে গিয়েছে।