আমুদরিয়া নিজ ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ শনিবার লাহোরে জনসভার অনুমতি পেয়েছে। তবে তাদের ৪৩টি শর্ত দিয়েছে পুলিশ-প্রশাসন। বিকেল ৩টে থেকে ৬টা অবধি সভা করা যাবে। প্রথমে সভার অনুমতি ছিল না। লাহোর হাইকোর্টে যায় পিটিআই। হাইকোর্ট সমাবেশের অনুমতি দিতে শহরের জেলা প্রশাসকের কাছে নির্দেশ দেন এবং বিকেল ৫টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আদেশ দেন। তার পরেই এত শর্ত আরোপ করে দেয় পুলিশ।
বলা হয়েছে, রাস্তা বন্দ করা যাবে না। যানবাহন চলাচলে যেন অসুবিধে না হয়। এর আগে একটি সভায় যে দেশবিরোধী কথা বলা হয়েছিল সে জন্য ক্ষমাও চাইতে হবে। এমন ৪২টি শর্ত।