আমুদরিয়া নিউজ: আগামী বছর বলিউডে শুরু থেকেই ব্যস্ত থাকছেন কিয়ারা আদবানি। হাতে রয়েছে ‘টক্সিক’, ‘ওয়ার টু’-এর মত প্রোজেক্ট। এরই মধ্যে শোনা যাচ্ছে, পরিচালক দীনেশ বিজানের একটি কমেডি ছবিতে থাকছেন তিনি। ২০২৫-এর মাঝামাঝিতে শুরু হবে ছবির শ্যুটিং। আবার ট্রাজেডি কুইন মীনা কুমারীর বায়োপিকেও কিয়ারার অভিনয় নিয়ে জল্পনা বলি পাড়ায়।
