আমুদরিয়া নিউজ : আফগানিস্তানে তালিবান শাসকরা নারীদের মানুষ হিসেবে গণ্য করে না বলে মনে করেন নোবেল শান্তি জয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানে ইসলামি দেশগুলোতে নারী শিক্ষা নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে মালালা এ কথা জানান। মালালা যা বলেছেন তার মর্মার্থ হল, নারীদের পড়াশোনা ও কাজ করতে না দেওয়া, বাইরে বেরোনোয় বিধি আরোপ করার মধ্যে ইসলামি নীতি কিছু নেই। তিনি আক্ষেপ করে বলেছেন, আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
মালালার বয়স যখন ১৫ বছর, তখন তিনি মেয়েদের সিক্ষার অধিকার নিয়ে কথা বলায় তালিবান হামলার শিকার হন। মাথায় গুলি করা হয়েছিল তাঁর। মালালাকে বিদেশে চিকিৎসা করানো হয়। ২০১২ সালের হামলার পর থেকে মালালা প্রথম পাকিস্তানে ফিরেছিলেন ২০১৮ সালে।