আমুদরিয়া নিউজ : অসমে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার এই ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরুর মাংস খাওয়ার বিষয়ক বর্তমান আইন সংশোধন করা হয়েছে।
এতদিন অসমে মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।