আমুদরিয়া নিউজঃ বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর প্রয়ানে গোটা দেশ শোকাহত। অর্থনীতিবিদ প্রাক্তন প্রধানমন্ত্রীর – মৃত্যুতে শোক কোচবিহারেও। রাজনৈতিক নেতাদের পাশাপাশি শোকাহত বিভিন্ন মহল। দেশ জুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সেই শোক পালনে অংশ হিসেবে কোচবিহার জেলা বই মেলায় আজ কোনো সেমিনার হবে না। এরই পাশাপাশি বই মেলায় আজ সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত থাকছে। মনমোহন সিং-এর প্রয়ানে শোক পালনে আজ মেলায় সেমিনার ও অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বই মেলা কমিটি।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি তাঁর বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হবে। অনুষ্ঠান না হলেও বই মেলা চালু থাকছে বলে আয়োজকরা জানিয়েছেন।