আমুদরিয়া নিউজ : ধনতেরাস বলে কথা। ধন লক্ষ্মীকে খুশি করে
সুখ সমৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি করতে কেনাকাটায় মাতল বাঙালি,অবাঙালিরা। মঙ্গলবার কোচবিহার ভবানী গঞ্জ বাজারে ঝাড়ু কেনার হিড়িক পড়ে গিয়েছিল। সাধ্যের মধ্যে ঝাড়ু ও ময়ূরের পালক কেনার প্রতি মানুষের বেশি ঝোঁক লক্ষ্য করা যায়। বাজারর নামী কয়েকটি দোকানে সোনা কিনতেও লাইন পড়ে যায়। একই সঙ্গে কাঁসা-পিতলের দোকানের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাসা-পিতলের বাসন-পত্র, পুজোর সামগ্রী, ঠাকুরের মূর্তি কিনতে দেখা যায় মানুষকে। এদিন বাজারে শুধু ঝাড়ু বিক্রি করতে বসেছিল কয়েকটি দোকান। একেকটি নারকেলের ঝাড়ু বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়, আর ফুল ঝাড়ুর দাম ছিল ৫০-৬০ টাকা। ময়ূরের পালক বিক্রি হয়েছে প্রতিটি ১০-১৫ টাকা।
Leave a Comment