আমুদরিয়া নিউজ : উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় গেমসে মঙ্গলবার জিমন্যাস্টিক্স এ সোনা জেতেন ঝাড়গ্রামের প্রণতি নায়েক। প্রতিযোগিতায় ওড়িশার হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়া বাংলার ঝুলিতে আসে মোট ৩ টি রূপো। গতকাল অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সে রূপো জয় করেন বাংলার মেয়ে রিম্পা দেবনাথ ও স্নেহা দেবনাথ। অলরাউন্ড উইমেন আর্টিস্টিক ইভেন্টে রূপো জিতেছেন প্রণতি দাস এবং উইমেন ট্রায়ো ইভেন্টেও দ্বিতীয় স্থান লাভ করেন প্রিয়াঙ্কা দেবনাথ, সঙ্গীতা বিশ্বাস ও স্নেহা মন্ডল।