আমুদরিয়া নিউজ : আমেরিকায় তুষার ঝড়ের দাপট চলছে একদিকে। আরেকদিকে লস অ্যাঞ্জেলেসের একটি শহরতলিতে মঙ্গলবার ভয়াবহ দাবানল ছড়িয়েছে। পুড়ে গিয়েছে প্রচুর ঘরবাড়ি, গাড়ি। ঝোড়ো হাওয়া থাকায় দাবানল হু হু করে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা যে যতটা সম্ভব দিনিসপত্র নিয়ে ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ের দিকে। কোনও হতাহতের খবর নেই। দাবানলের জন্য লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে।
সংবাদ সংস্থা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পার্বত্য এলাকার প্রায় ১২০০ একর জায়গা জুড়ে দাবানল ছড়িয়েছে। দমকলের কয়েকশো কর্মী দাবানল আয়ত্বে আনার চেষ্টা করছেন। অন্তত ৩০ হাজার বাসিন্দাকে সরানো হয়েছে। বৃহস্পতিনবার অবধি দাবানলের প্রবাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, প্রবল বাতাস বইছে।