আমুদরিয়া নিউজ : এবার কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতায় বিধানসভায প্রস্তাব পাস করাতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি যৌথ সংসদীয় কমিটিতে বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রক্তারক্তি কাণ্ড ঘটান। তাঁর হাত কেটে যায় গ্লাস ভেঙে। একদিনের জন্য তাঁকে কমিটির বৈঠক থেকে সাসপেন্ড করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ওয়াকফ নিয়ে একটি প্রস্তাব মিলেছে তা নিয়ে পরে সিদ্ধান্ত হবে।
