আমুদরিয়া নিউজ : ভাঙন প্রবণ এলাকা মুর্শিদাবাদের সমসেরগঞ্জে শনিবার সকালে জলের তোড়ে জমি, ২টি বাড়ি তলিযে গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙনের মুখে। সেখানকার বাসিন্দারা নিরাপদে সরে গিয়েছেন। গঙ্গার ভাঙনে বহুদিন ধরেই বিপন্ন সমসেরগঞ্জ।
ভাঙন রুখতে বহু টাকা বরাদ্দ হয় ফি বছর। তবুও কেন তা ঠিকঠাক রোখা যাচ্ছে না তা নিয়ে তদন্তের দাবি উঠেছে। ভাঙন প্রতিরোধের জন্য কোনও পরিকল্পনা কোনও সরকারই সামনে আনেনি বলে ক্ষোভ এলাকাবাসীর।