আমুদরিয়া নিউজ : এবার শিলিগুড়িতে কলকাতার তিলোত্তমার নামে একটি জনপ্রিয় মোড়ের নামকরণ করল নাগরিক সমাজ। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়িতে দেশবন্ধুপাড়ার এন টি এস মোড়ে তিলোত্তমা মোড় নাম দিয়ে একটি বিশাল সাইনবোর্ড টাঙায় নাগরিক সমাজ। উদ্যোক্তাদের দাবি, শিলিগুড়িতে সর্বপ্রথম এ ধরনের উদ্যোগ তাঁরাই নিলেন। কদিন আগেই কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজের সামনে বসেছে নির্যাতিতা অভয়ার প্রতীকি আবক্ষ মূর্তি। তা নিয়ে সোশাল মিডিয়ায় চলছে নানা আলোচনা।
এবার শিলিগুড়ি শহরের বহু পুরানো চৌপথী এনটিএস মোড়ের নামকরণ করার জন্য বোর্ড টাঙানো হল। শিলিগুড়ি পুরসভা কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে মোড়ের নামকরণ নিয়ে অনুমতি নেওয়া হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। পুরসভার এক কর্তা জানান, কোথা কোনও মোড় বা চক বা রাস্তার নাম পাল্টাতে গেলে একটা পদ্ধতি মানতে হয়। এ ক্ষেত্রে কী হয়েছে সেটা বিশদে খতিয়ে না দেখে বলা সম্ভব নয় বলে ওই কর্তা জানিয়েছেন।
যেখানে বোর্ডটি টাঙিয়ে তিলোত্তমা মোড় নামকরণ করা হয়েছে, সেটি ২৯ নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডের কাউন্সিলর হলেন সিপিএম নেতা জয় চক্রবর্তী। কিন্তু, এই উদ্যোগে প্রায় সব দলের সমর্থকরাই সামিল হয়েছেন বলে কাউন্সিলর জানিয়েছেন।