আমুদরিয়া নিউজ : হাসপাতালের বেডে বসেই জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা দুই মাধ্যমিক পরীক্ষার্থীর। জানা গিয়েছে এদিন হাকিম পাড়া বালিকা বিদ্যালয়ের দুই পরীক্ষার্থী আফরিন আনসারি ও সাইনা আনসারি এদিন পরীক্ষা হলে যাওয়ার পর অসুস্থ বোধ করলে তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন চিকিৎসার পর হাসপাতালে র বেডে বসেই জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দেয় ওই দুই পরীক্ষার্থী। খবর পেয়ে জেলা হাসপাতালে গিয়ে ওই ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামাণিক। তিনি জানান, ওই দুই ছাত্রী অসুস্থ বোধ করায় প্রশাসনের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে তারা ভালো আছে। হাসপাতালের বেডে বসেই তারা পরীক্ষা দিয়েছে। ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে ও বিনা অসুবিধায় পরীক্ষা দিতে পারে, তার জন্য প্রশাসন সমস্ত ভাবে সহযোগিতা করতে প্রস্তুত।