আমুদরিয়া নিউজঃ এখনও শীত তেমন পড়নি। তবে তাদের আগমন শুরু হয়েছে। শীতের মরশুম শুরু হতেই চুপিসারে আসতে শুরু করেছে নানা প্রকারের পরিযায়ী পাখির দল। জলপাইগুড়ির বিভিন্ন নদী, জলাশয়ে দেখা মিলতে শুরু করেছে পরিযায়ী পাখিদের।
বিশেষ করে তিস্তা, করলা নদী ও সংলগ্ন তীরবর্তী এলাকায় এদের বেশি সংখ্যক দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া, রাশিয়া, সাইবেরিয়া প্রভৃতি দেশ থেকে এই সব পরিযায়ী পাখি এসেছে। তার মধ্যে রেড ওয়াটার ল্যাপ উইং, রিভার ল্যাপ উইং, গ্রে হেডেড ল্যাপ উইং, হুইলিং টিল, হাঁস জাতীয় পরিযায়ী পাখি রয়েছে বলে জানা গিয়েছে। প্রতি বছরই শীতের সময় এই এলাকায় পরিযায়ী পাখি আসে। এবছর শীত না পড়তেই তাদের দেখা পেয়ে খুশি পক্ষী প্রেমীরা। ইতিমধ্যে এই পরিযায়ীদের দেখতে ছুটে যাচ্ছেন অনেকেই।