আমুদরিয়া নিউজ : আর জি কর কাণ্ডের পরে রাজ্যে 6 বিধানসভায় উপনির্বাচনে সব কটিতেই জিততে চলেছে তৃণমূল। এককথায় বলা যেতে পারে, আরজি কর কাণ্ডের কোনও প্রভাব গ্রামাঞ্চলে যে পড়েনি তা অনেকটাই স্পষ্ট করে দিল এই ফল। বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাটও হাতছাড়া হতে চলেছে। তৃণমূল সেখানে অনেক এগিয়ে। তবে হাড়োয়া কেন্দ্রে হাড়োয়া কেন্দ্রে আইএসএফ দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
এবার উপনির্বাচন হয়েছে সিতাই, মাদারিহাট, তালডাংরা,, মেদিনীপুর, নৈহাটি ও হাড়োয়া কেন্দ্রে। মাদারিহাটে ১৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রায় ৬৭ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। মেদিনীপুর কেন্দ্রেও প্রায় ১৭ হাজার ভোটে এগিয়ে। সব মিলিয়ে তৃণমূলের বছরের শেষটা ভালই কাটতে চলেছে বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা।