আমুদরিয়া নিউজ : নগদ এক লক্ষ টাকা সহ সাড়ে তিন ভরি সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা বুধবার রাতে ঘটেছে কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা গ্রামের রাজকুমারী বর্মনের বাড়িতে। বাড়ির লোকজন জানান রাজকুমারী বর্মনের নাতনী আলিপুরদুয়ারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য রাজকুমারী বুধবার ব্যাংক থেকে এক লক্ষ টাকা তুলে দুপুরে বাড়িতে আসেন ও টাকা ঘরের আলমারিতে রেখে ঘর তালা বন্ধ করে নাতনীকে দেখতে হাসপাতালে যান। তার সাথে বাড়ির আরও কয়েকজন যান।
বুধবার অধিক রাতে রাজকুমারী ছাড়া বাকিরা বাড়ি ফিরে আসেন ও নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করেন রাজকুমারীর ঘরের তালা ভাঙ্গা ও দরজা খোলা। ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘরের ভেতরে আলমারি সহ ট্রাঙ্ক ভাঙ্গা। খবর পেয়ে রাজকুমারী হাসপাতাল থেকে আসেন। তিনি জানান আলমারিতে রাখা নগদ এক লক্ষ টাকা সহ সাড়ে তিন ভরির সোনার গয়না চুরি হয়েছে। আলমারি ও ট্রাঙ্কে রাখা দরকারি কিছু কাগজপত্র পাওয়া গেছে বাড়ি থেকে দেড়শ মিটার দূরে।
ঘটনার পরিপ্রেক্ষিতে কুমারগ্রাম থানার অধীন বারোবিশা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় মুষড়ে পড়েছেন বাড়ির লোকজন, তারা জানান অসুস্থ নাতনীর চিকিৎসা কিভাবে হবে সে নিয়ে তারা চিন্তিত।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম