আমুদরিয়া নিউজ : বন্দে ভারত নিয়ে মাতামাতি ধরা পড়ল ভাইরাল হওয়া একটি ভিডিওর কমেন্টে। ভিডিওয় দেখা যাচ্ছে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। আর উল্টো দিক থেকে বন্দে ভারত আসছে। ভিডিওয় বক্তা বলছেন, দেখ ! গরিবের ট্রেন দাঁড়িয়ে আছে, আর বড়লোকদের ট্রেন আসছে। বড়লোকের ট্রেন বলতে তিনি অবশ্যই বন্দে ভারতকে বুঝিয়েছেন। তবে ভিডিওয় আসা কমেন্টের অনেকগুলিই বক্তা ভিডিওর মধ্যেই উল্লেখ করে দিয়েছেন। কমেন্টে লেখা আছে, ওটা তোর মতো গরিব পাবলিকের কাছে বড়লোকের ট্রেন। অনেকে আবার বলেছেন, দশগুণ পয়সা দিয়ে এটুকু পাওয়া অপরাধ নয়। বন্দে ভারতের এমন ক্রেজের ভিডিও ভাইরাল হবে, বক্তা হয়তো ভিডিও তোলার সময় বুঝতে পারেননি।
